Adharei Bhalo Achi Lyrics | আঁধারেই ভালো আছি লিরিক্স | Yousuf Ahmed Khan
Song Credits:-
Song: Adharei Bhalo Achi | আঁধারেই ভালো আছি
Singer: Yousuf Ahmed Khan
Lyrics: Prosenjit Ojha
Tune &Music: Ali Akbar Rupu
Label: Protune
Video Credits:-
Direction: Protune Team
Cinematographers: Sakhayat Hossain Sakib
Production : Protune Team
Published By STUDIO PROTUNEBD.
Rightsbody: Protune
Produce: PROTUNE
Adharei Bhalo Achi Lyrics Bangla
আধাঁরে ভালো আছি
আলো জ্বললেই বড় ভয় হয়,
আবার তোমার স্মৃতির মুখোমুখি হলে
কিভাবে মেনে নেব এ প্রেমের পরাজয়।
ও...আধাঁরে ভালো আছি
আলো জ্বললেই বড় ভয় হয়
আবার তোমার স্মৃতির মুখোমুখি হলে,
কিভাবে মেনে নেব এ প্রেমের পরাজয়
ও...আধাঁরে ভালো আছি।
জানি আমি দোষী
অপরাধ আমারই বেশী,
বলতে পারিনি কখনো
তোমাকে আমি ভালোবাসি।(২ বার)
নীরবে সব ক্ষতি নিয়েছি মেনে
ভেবে ছিলাম যদি সব হারাতে হয়
ও...আধাঁরে ভালো আছি।
ভুল ছিলো সবই
অবশেষে আমি বুঝেছি,
ভেবেছি নিয়ন আলোতে
খুজবেনা কেউ চাদেরঁ হাসি।(২ বার)
চোখ ভরা জল চোখে ভুল পথে হেটেছিঁ
চেয়ে ছিলাম সুখ যেন তোমারই হয়।
ও...আধাঁরে ভালো আছি
আলো জ্বললেই বড় ভয় হয়,
আবার তোমার স্মৃতির মুখোমুখি হলে,
কিভাবে মেনে নেব এ প্রেমের পরাজয়
ও...আধাঁরে ভালো আছি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।