Bobar Mukhos Lyrics | বোবার মুখোশ রিলিক্স | GOGON SAKIB
Song: Bobar Mukhos
Singer: GOGON SAKIB
Lyrics: Riaz
Tune: Riaz
Music: Jami Ul Hasan
Label: Samsul Official
Bobar Mukhos Lyrics Bangla
তোমার বেঈমানির কি রূপ
আমাকে করিয়েছে চুপ,
জবান খুলে কি হবে
চিরটাকাল বোবা থাকুক।(২ বার)
আমি তো আসল বোবা নই
বোবাদের মুখোশ পড়ে রই,
তুমি ডাকে সাড়া না দিলে
আমি যেন চির বোবা হই।(২ বার)
আমি কি বলবো সবাইকে
কেন আমি বোবার মুখোশে,
আজীবন যাপন করছি চুপ
থেকে দোষ তোমায় না দিয়ে।
যদি কেউ জানে এই আমার
মুখোশের পেছনে হাত কার,
তবে দোষী তোমায় হতে হয়
আমি তো বোবা হবার নয়।
আমি তো আসল বোবা নই
বোবাদের মুখোশ পড়ে রই,
তুমি ডাকে সাড়া না দিলে
আমি যেন চির বোবা হই।(৪ বার)
সমাপ্ত
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন লিরিক্স পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখুন।