Bish Makhano Golap Lyrics | বিষ মাখানো গোলাপ লিরিক্স | Murad Bibagi
Song Credit-
Song: Bish Makhano Golap
Starring: Murad Bibagi & Pinky
Singer: Murad Bibagi
Lyrics: Nandan Maitra
Tune: AB Babu
Music & Mix Master: Jami Ul Hasan
DOP & Direction: Murad Bibagi
Edit & Color: TJ Rony
Production: Samsul Official
Label: Samsul Official
Bish Makhano Golap Lyrics Bangla
তোর গোলাপের ভাজে ভাজে বিষ মাখানো ছিলো
সেই বিষেরই জ্বালায় জীবন হইল এলো মেলো,
তোর গোলাপের ভাজে ভাজে বিষ মাখানো ছিলো
সেই বিষেরই জ্বালায় জীবন হইল এলো মেলো।
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ,
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ।
রাত্রি জুড়ে ঘুম আসেনা আধার করে গ্রাস
চোখের তারায় তোর ছবিটা আমার সর্বনাশ,
রাত্রি জুড়ে ঘুম আসেনা আধার করে গ্রাস
চোখের তারায় তোর ছবিটা আমার সর্বনাশ।
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ,
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ।
ছলচাতুরী বুঝিনি তোর ভাবছি প্রিয়জন
আসলে তোর কাছে আমি ছিলাম প্রয়োজন,
ছলচাতুরী বুঝিনি তোর ভাবছি প্রিয়জন
আসলে তোর কাছে আমি ছিলাম প্রয়োজন।
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ,
ওরে ভালোবাসায় ভুল কি ছিলো কি ছিলো রে দোষ
বানাইলি তুই খেলার পুতুল বানাইলি মানুষ।
সমাপ্ত।
আসা করবো আজকের এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।